Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

সাম্প্রতিক সময়ে কৃষি সম্প্রসারণাধীন বিভিন্ন প্রকল্প ও রাজস্বখাতের মাধ্যমে ফসল উৎপাদনে প্রযুক্তিভিত্তিক বহুমুখী কর্মকান্ড পরিচালিত হয়েছে। কৃষককে উদভুদ্ধকরণ এবং প্রশিক্ষনের মাধ্যমে সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের ধারা জোরদারকরণ হয়েছে। উপজেলায় বিগত ০৩ বছরে বিভাগীয় বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি উদ্ভুদ্ধকরণের মাধ্যমে ফসলের নতুন জাত সম্প্রসারণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে কৃষক পর্যায়ে বীজ সংরক্ষণ, জৈবিক পদ্ধতিতে ফসলে বালাই ব্যবস্থাপনা এবং নিরাপদ ফসল উৎপাদন, গুটি ইউরিয় সারের ব্যবহার, এলসিসি'র ব্যবহার, ফসল উৎপাদনে সুষম সার ব্যবহার, সমকালীন চাষাবাদ, পরিকল্পিত উপায়ে কৃষক পর্যায়ে খামারজাত সার ও কেঁচো সারের উৎপাদন ও ব্যবহার, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ, জমির আঁইল/পুকুর পাড়ে সবজী চাষ সম্প্রসারণ, রাস্তার পার্শ্বে তাল বীজ/চারা বপন/রোপণ, পারিবারিক সবজী চাষ সম্প্রসারণ, ফল বাগান স্থাপন ও ফলবাগান ব্যবস্থাপনা, কৃষকের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে কৃষকের বাজার স্থাপন ইত্যাদির মাধ্যমে কৃষক পর্যায়ে সেবা প্রদান অব্যহত রয়েছে।