Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কৃষিতে সম্ভাবনাময় এবং ফসল উৎপাদনে বৈচিত্রময় উপজেলা হিসেবে নোয়খালীর কবিরহাট উপজেলা পরিচিত। ১৮৫.৩৩ বর্গকি.মি. কবিরহাট উপজেলায় ০৭ টি ইউনিয়ন পরিষদ ও ০১ টি পৌরসভায় মোট ১৫৬৫০ হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। এক ফসলী জমি ৮৩০০ হেঃ, দুই ফসলী জমি ২১,৬৪০ হেঃ এবং  ১৫,৪৩৫ হেঃ তিন ফসলী জমি রয়েছে।  খরিফ-১ মৌসুমে আউশ ধান ও গ্রীষ্মকালীন শাক-সবজী, খরিফ-২ মৌসুমে আমন ধান ও শরৎকালীন শাকসবজী, রবি মৌসুমে বোরো ধান, শীতকালীন শাক-সবজী, সয়াবিন, চিনাবাদাম, খেসারী, মুগ, ফেলন, মরিচ, রসুন, তরমুজ, খিরা, মিষ্টি আলু, ভুট্টা ইত্যাদি ফসল চাষ করা হয়ে থাকে। মসলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ, রসুন, ধনিয়া ও মরিচ; তেল জাতীয় ফসলের মধ্যে চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন এবং অর্থকরী ফসলের মধ্যে পান আবাদ হয়ে থাকে।