কৃষিতে সম্ভাবনাময় এবং ফসল উৎপাদনে বৈচিত্রময় উপজেলা হিসেবে নোয়খালীর কবিরহাট উপজেলা পরিচিত। ১৮৫.৩৩ বর্গকি.মি. কবিরহাট উপজেলায় ০৭ টি ইউনিয়ন পরিষদ ও ০১ টি পৌরসভায় মোট ১৫৬৫০ হেক্টর আবাদযোগ্য কৃষি জমি রয়েছে। এক ফসলী জমি ৮৩০০ হেঃ, দুই ফসলী জমি ২১,৬৪০ হেঃ এবং ১৫,৪৩৫ হেঃ তিন ফসলী জমি রয়েছে। খরিফ-১ মৌসুমে আউশ ধান ও গ্রীষ্মকালীন শাক-সবজী, খরিফ-২ মৌসুমে আমন ধান ও শরৎকালীন শাকসবজী, রবি মৌসুমে বোরো ধান, শীতকালীন শাক-সবজী, সয়াবিন, চিনাবাদাম, খেসারী, মুগ, ফেলন, মরিচ, রসুন, তরমুজ, খিরা, মিষ্টি আলু, ভুট্টা ইত্যাদি ফসল চাষ করা হয়ে থাকে। মসলা জাতীয় ফসলের মধ্যে পেঁয়াজ, রসুন, ধনিয়া ও মরিচ; তেল জাতীয় ফসলের মধ্যে চিনাবাদাম, সূর্যমুখী ও সয়াবিন এবং অর্থকরী ফসলের মধ্যে পান আবাদ হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস